সম্পর্কের জটিলতায় বহু কঠিন পরিস্থিতি তৈরি হয় জীবনে। নারী-পুরুষ নির্বিশেষে সেই জটিল সম্পর্কের জালে জর্জরিত হয়ে পড়েন। জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র দেবদাস পরিবার, প্রেম, বারবণিতার সঙ্গে সম্পর্ক, যন্ত্রণার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন।
দেবদাস হয়তো একা নন, যিনি এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এমন কোন নারীরও দেবদাসের মতো জীবন হতে পারে। ভালবেসে নিজেকে নেশায় হারাতে পারেন তিনি। দ্বৈত প্রেম, চুনী বাবুর মতো বন্ধু তারও থাকতে পারে। বাস্তবে হয়তো এমন মানুষের দেখা পেয়েছেন আপনি। কিন্তু এবার সেলুলয়েডেও দেখা মিলতে চলেছে 'দেবী'র।
ঋক বসুর পরিচালনায় এবার পাওলি দামকে দেখা যাবে দেবদাসের ভূমিকায়। প্রেম, যৌনতা, নেশার ভিড়ে হারিয়ে যাওয়ার গল্প নিয়েই আসছে ‘দেবী’।
দেখে নিন ছবির টিজারটি:
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব