বলিউড বাদশা শাহরুখ খান সামনে কে আছে সেটা নিয়ে ভাবেন না। শ্যুটিংয়ে ‘প্যাক আপ’ কথাটা শুনতে পেলেই নাকি নিজের প্যান্ট খুলে ফেলেন তিনি। সম্প্রতি একটি রিয়্যালিটি শো–তে অতিথি হয়েছিলেন শাহরুখ। ‘ভিএইচওয়ান’ নামে এই শো-এ শাহরুখের কথা শুনে সকলেই বেশ অবাক হয়ে গেছেন। শ্যুটিংয়ের শেষে শাহরুখ নাকি‘প্যাক আপ’ শব্দটা শুনলেই প্যান্ট খুলে ফেলেন। সামনে কে থাকল, কে তাকে দেখল, কোনও কিছুরই নাকি পরোয়া করেন না তিনি।
শাহরুখ খান বলেন, ‘প্যান্ট খুলেই আমি ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়ি। আমার এই কাণ্ডের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে যারা আমার সঙ্গে কাজ করে তাদের। আমি টিমের সবাইকে এর জন্য ধন্যবাদ জানাই। আমার দলের লোকজন এই আজব আচরণ দিনের পর দিন সহ্য করছে বলে তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
শাহরুখ আরও জানান, " শ্যুটিং স্পটে সর্বক্ষণ আমি চনমনে মেজাজে থাকি। কিন্তু যখন শট দেই না, তখন নিজেকে এলোমেলো করে রাখতেই পছন্দ করি। ক্যাজুয়াল জিনস পরতে ভালবাসি। এমনকী ইচ্ছে করে চুলগুলোকে এলোমেলো করে রাখি। চুল পরিপাটি করে আঁচড়ানো থাকুক এটা আমার ভাললাগে না।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩