'রইস' ছবিতে বলিউড বাদশা শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। পাকিস্তানি এই অভিনেত্রীর অভিনয় ভারতের সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। ঠিক এমনই এক সময়ে মাহিরা সম্পর্কে জানা গেল অজানা এক চাঞ্চল্যকর তথ্য।
মাহিরা খান একজন সিঙ্গেল মাদার। আলি আসকারির সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন এই নায়িকা। এই ঘটনা ২০০৭ সালের। ৮ বছর একসঙ্গে সংসার করার পর ২০১৫ সালে বিচ্ছেদও ঘটে তাদের মধ্যে। এর ভেতর তাদের ঘরে আসে একটি ছেলে সন্তান। সেই ছেলে সন্তানের নাম আজিলান। বিচ্ছেদের পর একমাত্র ছেলে আজলানের সব দায়িত্ব এখন মাহিরার৷
জানা গেছে, মাহিরা তার নিজের ছেলের জন্য অভিনয় জীবনের সঙ্গেও আপোস করে চলেছেন। তিনি জানান, "তার প্রথম কাজ এখন তার ছেলেকে মানুষ করা।"
সূত্রঃ ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭