'সুজয়ের চিঠি' নামের ১০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এ ছবিটি দেখা যাবে ইউটিউবে। ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে।
'সুজয়ের চিঠি' স্বল্পদৈর্ঘ্যে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন রাশেদ ভূঁইয়া। রাহাত চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা।
মুক্তিযুদ্ধকালীন দুই তরুণ-তরুণীর পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে 'সুজয়ের চিঠি' ছবির কাহিনি।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা