Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:০৮
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫১

শহীদকে চুমু খাওয়া বিশ্রী অভিজ্ঞতা, বিস্ফোরক কঙ্গনা

অনলাইন ডেস্ক

শহীদকে চুমু খাওয়া বিশ্রী অভিজ্ঞতা, বিস্ফোরক কঙ্গনা

বিশাল ভরদ্বাজের ছবি 'রঙ্গুন'-এ শহীদ কাপুর এবং সাইফ আলী খানের বিপরীতে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। ছবির প্রমোশনে এসে শ্যুটিংয়ে শহীদের সঙ্গে এক কটেজে থাকা থেকে শুরু করে তাকে চুমু খাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে কথা খোলামেলা কথা বলেছেন কঙ্গনা। 

তিনি জানিয়েছেন, ছবির শুটিংয়ের সময় তিনি এবং শহীদ একই কটেজে থাকতেন। শহীদের সঙ্গে থাকতে গিয়ে তার ভয়ানক অভিজ্ঞতা হয়। কারণ শহীধ মধ্যরাতে হিপ-হপ মিউজিক চালিয়ে এক্সারসাইজ করতেন। আর তাতেই ঘুম ভেঙে যেত কঙ্গনার।

শহীদকে চুমু খাওয়ার অভিজ্ঞতাও নাকি বেশ খারাপ তার। 'রঙ্গুন' ছবিতে শহীদের চরিত্রের গোঁফ রয়েছে। আর সেই গোঁফই নাকি কঙ্গনার কাছে বিস্তর অস্বস্তির কারণ হয়ে উঠেছিল চুম্বনের দৃশ্যে কাজ করার সময়। তাছাড়া শহীদের চুমু খাওয়ার পদ্ধতিও ভাল ছিল না!

 

বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা


আপনার মন্তব্য