Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:০৫

‌২৫ বছর পর একই ফ্রেমে আমির-শাহরুখ!‌

অনলাইন ডেস্ক

‌২৫ বছর পর একই ফ্রেমে আমির-শাহরুখ!‌
সংগৃহীত ছবি

২৫ বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা। একে অপরের সঙ্গে আলাপও রয়েছে তাদের। তবে একই ফ্রেমে এর আগে কখনও ধরা দেননি। এই প্রথম সেলফিতে ধরা পড়লেন শাহরুখ খান ও আমির খান। 

একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন এই দুই খান। সেখানেই আড্ডার পরে সেলফি তোলেন এই দুই নায়ক। সেই সেলফি টুইটারে পোস্ট করেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘‌২৫ বছর ধরে একে অপরকে চিনি এবং এই প্রথম এক সঙ্গে ছবি তুললাম। দারুণ মজার রাত ছিল।’‌ পরে দুই খানের একটি ছবি টুইটারে পোস্ট করেন করন জোহরও। ছবিতে যার জন্মদিন সেই অজয়ও রয়েছেন। 

নিজের ‘‌দঙ্গল’‌ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির খান। এবার ‘‌রইস’‌–এর প্রচার নিয়ে ব্যস্ত বলে এড়িয়ে গিয়েছিলেন কিং খান। তার পরেই আমির–শাহরুখের সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা শুরু হয়। এবার সে সব জল্পনাতেই জল ঢাললেন দুই খান।‌‌


বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১


আপনার মন্তব্য