মডেল অভিনেত্রী-সারিকাকে বিয়ে করে প্রথম আলোচনায় আসা মাহিম করিম এবার চলচ্চিত্রে নামার ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন দেশীয় সাংস্কৃতিক বলয় সংশ্লিষ্টদের।
বনেদী পরিবারের ছেলে মাহিমের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। পুরান ঢাকার বাসিন্দা ব্যবসায়ী মাহিমের চলচ্চিত্রে আসার খবরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে শোবিজ অঙ্গনে।
নাটক, বিজ্ঞাপন কিংবা টেলিছবি নয়। মাহিম করিম শুরুটা করছেন চলচ্চিত্রের মাধ্যমে। শুধু তাই নয়, এর প্রযোজনায়ও থাকছেন তিনি।
সারিকার সাথে দূরত্ব থেকেই চলচ্চিত্রে আসছেন? অথবা সারিকাকে চ্যালেঞ্জ করেই চলচ্চিত্রে পা রাখছেন? এমন প্রশ্নকে মাহিম বলেন, আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেকেই জানেন না। আমার ফুফু অভিনেত্রী রওশন জামিল। আমাদের পরিবার মিডিয়াবান্ধব পরিবার। অনেকেই মিডিয়ার সাথে যুক্ত।
তিনি বলেন, আসলে আমি নিজেও এই জগতের মানুষ। স্কুল ঠেকে আমি নাচ করতাম। পারিবারিকভাবে আমাদের বেশ কয়েকটা ব্যবসা। এতোদিন সময় করে উঠতে পারিনি। ব্যাটে বলে মিলে যাওয়ায় এখন মিডিয়ার সাথে নিজেকে যুক্ত করছি।
নিজের প্রোডাকশন হাউজ থেকে মাহিম অভিনীত প্রথম চলচ্চিত্র নির্মিত হবে। আগামী ৩ মাসের মধ্যে চলচ্চিত্র শুটিং শুরু হবে।
মাহিম আরও বলেন, এখন প্রস্তুতি নিচ্ছি। টানা তিনমাস জিমে সময় কাটছে। শরীরকে পুরো শেপে নিয়ে আসবো ইনশাল্লাহ। নাচের জন্য মুম্বাই যাবো। কেন না আমি নাচতে পারি, সেটাকে আরো মসৃন করতে চাই। যে ড্যান্স ডিরেক্টরের সাথে কথা হয়েছে তাকেও বলেছি, আমাকে যতটা সম্ভব ভাঙতে হবে। নিজেকে ভেঙেই গড়ে তুলতে চাই।
ছবির গল্প সম্পর্কে তিনি বলেন, ছবির মূল গল্প একজন গ্যাংস্টারকে নিয়ে। একই সাথে ছবিতে রোমান্স, প্রেম, রোমাঞ্চ, কমেডির মিশেল থাকবে।
নায়িকা কে হচ্ছেন জানতে চাইলে মাহিম বলেন, নায়িকা বাংলাদেশেরও হতে পারেন আবার ভারতেরও হতে পারেন। ফাইনালি গল্পের সাথে ডিমান্ড করে এমন একজনকেই নেবো। তবে এখন পর্যন্ত ভারত থেকে নেওয়ার বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে মাথায় রেখেছি।
ছবি সম্পর্কে বিস্তারিত না বললেও তিনি জানান, এই ছবিতে অনেক কিছু চমক থাকবে সেটা রহস্য হিসেবেই থাক।
মাহিম করিম আরও বলেন, ছবির মিউজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। তথাকথিত মিউজিক আমার ছবিতে থাকবে না। ক্রিয়েটিভ মানুষরাই কাজ করবে। আমার প্রোডাকশন হাউজ থেকে আমি অবশ্যই ক্রিয়েটিভ মানুষদের তুলে ধরার চেষ্টা করবো।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম