তরুণ নির্মাতা মিজানুর রহমান লাবু নির্মিত ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ সিনেমা আগামী ৩১ মার্চ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
সিনেমাটিতে নুরু মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু এবং বিউটি চরিত্রে নবাগত ক্যামেলিয়া রাঙা অভিনয় করেছেন।
যাদুর কাঠি মিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, এস এম মহসিন, শিমুল খান, মাহমুদ, মিলি মুন্সি, পপি কুজুর প্রমুখ।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন মিজানুর রহমান লাবু।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম