শ্রীদেবীর বড় মেয়ে জাহ্ণবী কাপূরের বলিউড ডেবিউ নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, পরিচালক করণ জোহরের হাত ধরেই নাকি সিলভার স্ক্রিনে বিগ এন্ট্রি হবে তার। শাহিদ কাপূরের ভাই ইশান খট্টারের বিপরীতে কাস্ট করা নিয়েও ছড়িয়েছিল গসিপ। তবে এখনও পর্যন্ত কোন প্রজেক্টে সই করেননি জাহ্ণবী।
সব মায়ের মতো শ্রীদেবীও চান মেয়ের ক্যারিয়ার নির্বিঘ্নে শুরু হোক। তাই মেয়েকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। যার প্রথমটাই নাকি সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ কমিয়ে দেওয়া। সেলফি তুলে ওয়েব ওয়ার্ল্ডে পোস্ট করার ক্ষেত্রে নাকি জাহ্ণবীর ওপর রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছেন শ্রীদেবী। আর মায়ের পরামর্শ খুব সিরিয়াসলি নিয়েছেন জাহ্ণবী।
আপাতত সোশ্যাল মিডিয়ায় তার নজরদারি একেবারে বন্ধ। আফটার অল বি-টাউনে এন্ট্রি নিতে গেলে শুধু তো অভিনয় নয়, জীবনের অন্য কিছু নিয়মও মেনে চলতে হবে— এমনটাই মনে করছে বি টাউনের একটা বড় অংশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল