সৌদি আরবের জেদ্দায় দশম এশিয়ান কনস্যুলেট জেনারেল ক্লাব আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাংলা ছায়াছবি 'আমার আছে জল'। জেদ্দাস্থ ইন্দোনেশিয়ান কনসাল জেনারেল বাস ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ দিবসে শনিবার এ ছবিটি প্রদর্শিত হয়।
ছবিটি উপভোগ করার জন্য কনস্যুলেট কর্মকর্তা-কর্মচারী, জেদ্দার বাংলাদেশের দুই স্কুলের পরিচালনা পরিষদ-শিক্ষক, জেদ্দা-মক্কার বাংলাদেশি প্রবাসী সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবীগণ আমন্ত্রিত ছিলেন।
এছাড়া জেদ্দায় নিযুক্ত এশিয়ার বিভিন্ন দেশের কনসাল জেনারেলগণ স্ব-পরিবার উপস্থিত থেকে বাংলাদেশের ছবিটি উপভোগ করেন। কাউন্সিলর আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. নজরুল ইসলাম।
এই ফিল্ম ফেস্টিভ্যালটি গত ২৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার প্রদর্শিত হয় এশিয়ার বিভিন্ন দেশের জনপ্রিয় ছায়াছবিগুলো।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/সালাহউদ্দিন