সঙ্গীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেকের নতুন শো ‘রাতাড্ডা উইথ তানভীর’। সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত টানা ২ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানটি জাগো এফএম-এ প্রচারিত হয়। আড্ডা আর গানের এই শোয়ের আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে অতিথি হিসেবে থাকছেন মডেল অভিনেত্রী সারিকা।
'রাতাড্ডা উইথ তানভীর’ শোটিতে অংশ নেওয়া প্রসঙ্গে সারিকা বলেন,‘ তানভীর ভাই একজন ভার্সেটাইল মেধার মানুষ। তাই তার যে কোনো কাজেই খানিকটা ভিন্নতা থাকে। এর আগেও তার প্রায় একাধিক টিভি শোতে অংশ নিয়েছি। তবে এফএমএর আড্ডায় এটাই প্রথম। আশা করছি আজ দারুন কিছু হবে।’
সঞ্চালক তানভীর তারেক বলেন, ‘জাগো এফএমএ এটি আমার দ্বিতীয় শো। আড্ডায় কোনো রকম ভুমিকা-ব্যাখ্যা বা ব্যাকরণের বালাই না রেখে স্রেফ প্রাণখোলা আড্ডা দেয়াটাই এই শো'য়ের বৈশিষ্ট্য। সেটিই করার চেষ্টা করি এই শো'য়ে। তাই এই শো'তে অনেককিছুই করার সুযোগ রয়েছে। এছাড়াও ফেসবুক লাইভ স্ট্রিমিং এর কারণে এর একটি বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে। আশা করছি সারিকার সাথে আজকের আড্ডাটাও দারুন কিছু হবে।’
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব