বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজেদের একটি পারিবারিক ছবি। যেখানে দেখা যাচ্ছে মাঝে বসে রয়েছেন অভিষেক। তার দু'পাশে অমিতাভ এবং জয়া।
ছেলের কাঁধে মাথা রেখে ছেলের ফোনের দিকে তাকিয়ে রয়েছেন মা। আর বাবার চোখও ছেলের ফোনের দিকেই।
অভিষেক ছবিটির ক্যাপশনে লিখেছেন, তুমি কত বড় হয়েছ, সেটা কোনও বিষয় নয়। বাবা-মায়ের কাছে সব সময়ই তুমি ছোটই থাকবে।
ছবিটি তুলেছেন অভিষেকের বড় বোন শ্বেতা বচ্চন। বি-টাউনের অনেকেই ছবিটি দেখে বলছেন, অনেক দিন পর বচ্চনদের পারিবারিক সুখের ছবি দেখা গেল ওয়েব দুনিয়ায়। বাবা-মায়ের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন অভিষেক ও শ্বেতা।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা