আবার লাইমলাইটে 'বাহুবলি ২'। বলিউড মানেই ঘটনার ঘনঘটা। সম্প্রতি বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, এই ছবিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে নাকি অভিনয় করবেন শাহরুখ খান।
শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং শেষ। ছবির পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত গোটা টিম। কিন্তু এই ছবিতেই হয়তো দেখা যাবে শাহরুখকে। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির বাজেট প্রায় ২০০ কোটি টাকা। ২৫ জানুয়ারি ‘রইস’ ছবির মুক্তির সময় ‘বাহুবলি ২’র টিজারটি একত্রে মুক্তি পায়। এর আগে বাহুবলি ছবিটি প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে।
এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস, রানা দাগ্গুবাটি, অনুষ্কা শেট্টি এবং তমান্না। আগামী এপ্রিলে এই ছবিটি ভারতের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল