খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে শচীন টেন্ডুলকারের জীবনি নির্ভর ছবি। আগামী ২৬ মে মুক্তি পাবে বহু প্রতিক্ষিত ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ ছবি। আর সেই মুক্তি নিয়েই তৈরি হয়েছে আর এক লড়াইয়ের প্রেক্ষাপট।
কারণ, বলিউডে যখন শচীনের বায়োপিক মুক্তি পাচ্ছে ঠিক তখনই হলিউডের বহু প্রতিক্ষিত একটি ছবিও মুক্তি পেতে চলেছে। প্রিয়াঙ্কা চোপড়া অভিনিত হলিউডের ‘বেওয়াচ’ ছবি।
শচীনের বায়োপিক নিয়ে ভারতীয়দের যেমন অপেক্ষা রয়েছে, তেমনই অপেক্ষা রয়েছে প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি নিয়েও। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে শচীনকে নিয়ে তৈরি হওয়া ছবির পোস্টার। আর তাতেই দেওয়া হয়েছে মুক্তির তারিখ। ছবি যে মুক্তির অপেক্ষায়, তা বুঝিয়ে আগেই শচীনের বায়োপিকের ভিডিও ট্রেলার প্রকাশিত হয়। এ বার পোস্টারও প্রকাশিত হল সোশ্যাল মিডিয়ায়।