জন্মের আগ থেকেই কারিনা-সাইফের ছেলেকে নিয়ে কৌতূহলের সীমা ছিল না। জন্মের পরও সেই উৎসাহে খুব একটা ভাটা পড়েনি। জন্মের পর তার নাম নিয়েও বিস্তর তর্ক-বিতর্ক হয়েছে।
বলিউডের নবাব পরিবারের কনিষ্ঠতম সদস্যটির একটি ঝলক দেখার জন্য কমবেশি সকলেই অপেক্ষা করে বসেছিলেন। আবদার কিছুটা হলেও মিটিয়েছিলেন সাইফিনা। কিন্তু সে ছিল তৃষ্ণার মুখে মাত্র এক বিন্দু জলের মতো। দূর থেকেই সেটুকু দেখে কতটুকুই বা স্বাদ মেটে?
সোশ্যাল মিডিয়াতেও বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। তবে আসল না নকল বোঝার উপায় নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা ইঙ্গিত দিয়েছিলেন, তৈমুর আলি খান নাকি নবাবি আভিজাত্য নিয়েই জন্মেছে। তার সন্তানই সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ!
কারিনার সেই কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সম্প্রতি প্রকাশিত তৈমুরের একটি ছবিতে। যা সোশ্যাল সাইটে আপলোড হয়েছে করিনার একটি ফ্যান পেজে। এরইমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তৈমুরের নতুন ছবিটি। এটি আসল ছবি হলে সত্যিই গ্ল্যামারে অনেককেই টক্কর দেবে নবাবপুত্র।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা