৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সবটুকু আলো ছিল অ্যাডেলকে ঘিরে। ব্রিটিশ এ গায়িকা এবার মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন। এগুলো হল 'হ্যালো' গানটির জন্য রেকর্ড অফ দ্য ইয়ার এবং সং অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড।
আর 'টুয়েন্টি ফাইভ'এর জন্য অ্যালবাম অফ দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন অ্যাডেল। আর এর মাধ্যমে ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি।
অ্যাডেল ছাড়া একমাত্র টেইলর সুইফ্ট-ই একমাত্র গায়িকা যার দুইটি করে 'অ্যালবাম অফ দ্য ইয়ার' গ্র্যামি জেতার নজির রয়েছে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা