বলিউড সেলিব্রেটিরা ভ্যালেন্টাইন্স উদযাপনে মেতে যে যার মতো করে প্রস্তুতি নিয়েছেন তারকারা। রোমানিয়ান মডেল ইউলিয়া ভানচুর এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করছেন। ব্যাপারটা বুঝতেই হবে, সালমানের গার্লফ্রেন্ড বলে তো কথা। তবে সম্পর্কটা লুকানোর চেষ্টা করা হলেও গসিপ কিন্তু থেমে নেই। এর আগেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের দু'জনকে।
ভ্যালেন্টাইন্স ডে’র আগে ইউলিয়া যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখার বিষয় তার গলায় ঝোলা লকেট। সেখানে লেখা, ‘লাভ, কেয়ার, শেয়ার, জয়, হেল্প, হোপ।’ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিদিন পরার মতো সবচেয়ে সুন্দর জিনিস এটা।’
বলিউড মিডিয়ার প্রকাশিত খবরে বলা হচ্ছে এটি আর কিছু না, স্রেফ সালমানের পক্ষ থেকে পাওয়া ইউলিয়ার ভ্যালেন্টাইন্স গিফট। যদিও এ নিয়ে কেউ মুখ খোলেননি। তবে সালমানের গার্লফ্রেন্ডের হাসিই যেন তা স্পষ্ট করে সব বলে দিচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার