কিং খানের মুকুটে জুড়তে যাচ্ছে আরও একটি পালক। ভারতে ‘অ্যাপেল’ এর ব্রান্ড অ্যাম্বাস্যাডর হতে যাচ্ছেন শাহরুখ খান। এমনই ধারনা করা হচ্ছে। গত মাসে ভারতে আসেন অ্যাপেল এর সিইও টিম কুক। তখনই মান্নাতে কিং খান তাঁর জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। তারপরই মনে করা হচ্ছে যে ভারতে অ্যাপেলের মুখ হিসেবে দেখা যাবে বাদশাকেই।
শোনা যাচ্ছে যে, কিং খানের রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে অ্যাপেল টিভি বা অ্যাপেল মিউজিক যুক্ত হতে পারে সেই ব্যাপারেই হয়তো মান্নাতে আলোচনা হয়েছে। তবে অ্যাপেলের নজরে রেড চিলিজ ছাড়াও রয়েছে বলিউডের আরও প্রোডাকশন হাউস। তবে এখনই নিশ্ছিত ভাবে শাহরুখ বা টিম কুকের পক্ষ থেকে বাদশার ব্রান্ড অ্যাম্বাস্যাডর হওয়ার কথা কিছু বলা হয়নি।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল