বলিউডে অনেক বছর ধরে কাজ করলেও অক্ষয় কুমারের ‘বেবি’ ছবির মাধ্যমে সবার নজর কাড়েন তাপসী পান্নু। তারপর অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পিঙ্ক’ ছবিটির মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গেলেন তাপসী পান্নু। এবার তিনিই কিনা তুলে ধরলেন বলিউড ইন্ডাস্ট্রির অপ্রিয় সত্য।
সম্প্রতি ফেসবুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তাপসী। সেখানে তিনি জানিয়েছেন, "কলেজে পড়ার সময় থেকে হাত খরচের জন্য তিনি মডেলিং করতেন। সে সময়ই ছবির প্রস্তাব পান তিনি। তার অভিনীত তিনটি ছবি পর পর ফ্লপ করে। ইন্ডাস্ট্রিতে চালু হয়ে যায়, তার ভাগ্যই নাকি খারাপ। এর পর তাকে পারিশ্রমিক কমানোর কথা বলেন বিভিন্ন পরিচালক ও প্রযোজক। তাতে রাজি না হলে একের পর এক ছবি থেকে বাদ পড়তে থাকেন।"
তাপসী আরও বলেন, "গুজব ছিল আমার ভাগ্য খারাপ। আমি প্রথম সারির অভিনেত্রী নই বলে বহু অভিনেতা আমার সঙ্গে কাজ করতে রাজি হননি। এমনও হয়েছে- প্রযোজক আমার ডেট ফাইনাল করেছেন, কিন্তু শেষ মুহূর্তে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা ওই ছবির জন্য নামী কোনও নায়িকা পেয়ে গিয়েছেন।"
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৪