বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে আবারও আলোচনায়। উগ্র যৌনতার কথা ওঠলে তার প্রথম পছন্দ নাকি বলিউডের তিন অভিনেতা। এরা হলেন সালমান খান, রনবীর সিং এবং বিদ্যুৎ জামওয়াল।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন পুনম। বলিউডে এক অভিনেত্রীর প্রতিও দুর্বলতা রয়েছে তার। তিনি হলেন কৃতি শ্যানন। বি-টাউনের ওই অভিনেত্রীকে নাকি 'বেশ ইন্টারেস্টিং' লাগে পুনমের।
সাক্ষাৎকারে পুনমকে সঞ্চালক জিজ্ঞাসা করেছিলেন, 'উগ্র যৌনতার প্রসঙ্গে আপনার পছন্দ কে?' পুনম বলেন, 'একজনের নাম বলা তো সম্ভব নয়। আমি চার-পাঁচজনের নাম বলতে চাই।'
পুনম প্রথমেই বিদ্যুৎ জামওয়ালের নাম নেন। তারপরে রনবীর এবং সালমান। সবশেষ অভিনেত্রী কৃতি শ্যাননের নামও বলেন পুনম।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৭/ফারজানা