গাল ভেঙে গেছে। চোখের কোণে কালি। মুখে কয়েকদিনের খোঁচা খোঁচা দাড়ি। রোগা হয়ে গেছেন বিস্ময়করভাবে। অথচ ইনিই ছিলেন এক সময়ের দুনিয়ার সবচেয়ে সুপুরুষদের একজন। কিন্তু চেহারা একেবারেই কেমন যেন মলিন হয়ে গেছে বলিউডের মহাতারকা ব্র্যাড পিটের।
সম্প্রতি লস এঞ্জেলসের একটি স্টুডিওয় গিয়েছিলেন পিট। সেখানে ঢোকার আগে তার কয়েকটি ছবি তোলেন চিত্র সাংবাদিকরা। ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়ে যায় সেই ছবি। ভক্তরা বলাবলি করতে থাকেন, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে তার বিরহেই নাকি এই অবস্থা হয়েছে ব্র্যাড পিটের।
ছবিতে দেখা যাচ্ছে, অত্যন্ত মামুলি পোশাক পরে রয়েছেন পিট। ছোট করে কেটে ফেলেছেন তার কেতাদুরস্ত চুল। তিনি যে মানসিকভাবে খুব একটা শান্তিতে নেই, সেটা আগেও আকারে ইঙ্গিতে জানিয়েছিলেন। পিটের ঘনিষ্ঠমহলের দাবি, বিচ্ছেদের পর থেকে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খাচ্ছেন তিনি। বেড়ে গিয়েছে মদ্যপানের মাত্রাও।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮