সানি লিওন। পর্নো ছবির দুনিয়া ছেড়ে অনেক দিন হলো বলিউডে প্রবেশ করেছেন। এখানে তার ভক্তদের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। তাই তো ভক্তদের প্রত্যাশা পূরণ করতে মাঝে মাঝে তাকে 'বোল্ড' অবতারে দেখা যায়। এর মধ্যেই সানির একটি টুইট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
দু’দিন আগেই নিজের বাথরুমে গোসল করা অবস্থায় একটি ছবি পোস্ট করেছিলেন সানি। যেখানে সাবানের ফেনার মধ্যে গোসলরত অবস্থায় ছিলেন সাবেক এই পর্নোস্টার। নিজের টুইটারে সেই ছবিটি পোস্ট করার পাশাপাশি তিনি লেখেন, ‘আমার মনে হয় একটু বেশি কিছুই করে ফেলেছি। ’
এদিকে, শুক্রবার দুবাইতে একটি ফোন লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। সেখানে সানি বলেন, ‘দুবাই আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি। এখানে আসতে আমার সবসময় খুব ভাল লাগে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব