১৬তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসছে ৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ইয়র্ক কলেজ অডিটরিয়ামে। প্রতিবারের মতো এবারও দর্শকদের ভোটে বেছে নেয়া হবে বাংলাদেশ এবং প্রবাসের সেরা কন্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীকে।
গত ১৫ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের যাবতীয় কর্মসূচি ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক অ্যান্ড প্লের কর্ণধার আলমগীর খান আলম। তিনি বলেছেন, প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়েই আমার এ অনুষ্ঠান উপস্থাপিত হবে। সেরা তারকা নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে। গত ১৫ বছর সুন্দর অনুষ্ঠান উপহার প্রদানের মধ্য দিয়ে প্রবাসীদের যে আস্থা তৈরি হয়েছে, এবার তার ব্যতিক্রম হবে না।
প্রবাসের বিনোদনপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবারের অনুষ্ঠান ঘিরে। শুধু নিউইয়র্ক নয়, আমেরিকার বোস্টন, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও লোকজন টিকিট ক্রয় করেছেন। অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন দলবেধে টিকিট ক্রয় করছেন। ভীড় এড়াতে আগাম টিকিট ক্রয়ের অনুরোধ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আলম বলেন, প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এবার। এর অন্যতম হলেন অভিনেতা শাকিব খান, জায়েদ খান, মোশারফ করিম, ইমন, সজল, মিম, বুবলী, তমা মির্জা, শিরিন শিলা, মিশা সওদাগর, নুসরাত ফারিয়া, জলি, তামিম, সারিকা, প্রভা, সুজানা জাফর, আফ্রি, আবু হেনা রনি, কন্ঠশিল্পী তাহসান, সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, লুইপা, তানভির তারেক, দেবাশীস বিশ্বাস প্রমুখ। হলিউড ছাড়াও কলকাতা থেকেও আসবেন জনপ্রিয় শিল্পীরা।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা