বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন হৃতিক রোশন ও সুজান খান। কিন্তু ২০১৪ সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সম্পর্ক ভেঙে গেলেও এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন তারা দুজন। আর সে কারণেই প্রায়ই এই জুটিকে এক সঙ্গে দেখা যায়।
শনিবার রাতে হৃতিককে তার সাবেক স্ত্রীর সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা গেছে। এ সময় হৃতিক রোশনের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও অফহোয়াইট রঙের প্যান্ট। এ ছাড়া টি-শার্টের সঙ্গে মিলিয়ে কালো রঙের ক্যাপও ছিল হৃতিকের মাথায়। আর সুজানের পরনে ছিল সাদা রঙের ব্যাগি স্কার্ট ও আড়াআড়িভাবে নেওয়া একটি ব্যাগ।
বর্তমানে কবির খানের পরিচালনায় ও সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় একটি অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন হৃতিক। ছবির নাম এখনো ঠিক করা হয়নি। ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্রঃ দ্য টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২