ভক্তের কাছে তার ভক্তির পাত্র সর্বদাই সম্মানের। সে তিনি ঈশ্বরই হোন, অথবা রক্তমাংসের মানুষ। এই কথাই যেন নতুন করে প্রমাণ করল কলকাতার অমিতাভ বচ্চন টেম্পল। অল বেঙ্গল অমিতাভ বচ্চনস ফ্যানস অ্যাসোসিয়েশন(এবিএফএ)-এর প্রতিষ্ঠিত এই মন্দিরে অমিতাভ বচ্চনের মূর্তি প্রতিষ্ঠা করে রীতিমতো পূজার্চনা শুরু করেন বিগ বি-এর ভক্তেরা।
কলকাতা বন্ডেল গেটে ক্যালকাটা কেমিক্যালের মার্গো ফ্যাক্টরির ঠিক পাশে গড়ে উঠেছে এই মন্দির, যেখানে কোনও দেবদেবী নন, পূজিত হচ্ছেন বলিউড বাদশা অমিতাভ বচ্চন। কিন্তু কেন হঠাৎ রুপালি পর্দার নায়ককে পূজার কথা মনে হল তার ভক্তদের। এমনই এক প্রশ্নের জবাবে এবিএফএ-র সভাপতি সঞ্জয় পাটোদিয়া এই প্রসঙ্গে জানালেন, "মন্দির আজকের নয়। ২০০১ সালেই প্রিয় নায়কের প্রতি নিজেদের ভক্তি প্রকাশের মাধ্যম হিসেবে এই মন্দির গড়ে তোলেন অমিতাভ-ভক্তেরা। সেই বছরই মুক্তি পেয়েছিল অমিতাভ অভিনীত এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ছবি 'অকস'। সিনেমায় একটা বিপুল আকৃতির সিংহাসনে বসে থাকতে দেখা গিয়েছিল অমিতাভকে। সিংহাসনটি পছন্দ হয় অমিতাভ-ভক্তদের। তারা রাকেশ ওমপ্রকাশ মেহরার কাছে সিংহাসনটির জন্য আবদার করেন। 'রাকেশজি আমাদের সিংহাসনটি দিয়ে দেন।"
কিন্তু এবার পুরোদস্তুর অমিতাভের মূর্তি বানিয়ে তার পূজা শুরু করেছেন অমিতাভ-ফ্যানেরা। তার বিশেষ কারণও রয়েছে। ২০১৭ সালে ১১ অক্টোবর ৭৫ বছরে পা দেবেন বিগ-বি। সেই উপলক্ষেই তার ফাইবারের মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবিএফএ। মূর্তিটি বানিয়ে দিয়েছেন যাদবপুরের বাসিন্দা সুব্রত বোস। অমিতাভ ৬ ফুট ২ ইঞ্চি লম্বা। 'সরকার'-এর সাজে সজ্জিত মূর্তিটিও তাই ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘ।
এখন নিত্য পূজা হচ্ছে 'দেবতা' অমিতাভের। কিন্তু প্রত্যেক দেবতারই তো পূজার কিছু নির্দিষ্ট রীতি থাকে, মন্ত্র থাকে। অমিতাভ-দেবের পুজো হয় কোন মন্ত্রে। এ প্রসঙ্গে সঞ্জয় জানালেন, "বিকানেরের এক অমিতাভ-ভক্ত আমাদের জন্য হনুমান-চালিশার ঢঙে এক অমিতাভ-চালিশা লিখে দিয়েছিলেন। অমিতাভ বচ্চনের গুণ এবং গরিমার বর্ণিত হয়েছে সেই চালিশায়। আমাদের ভগবানের আরাধনার জন্য আমরা সেই অমিতাভ-চালিশা পাঠ করি।"
এবিএফএ অবশ্য এই প্রতিষ্ঠানকে মন্দিরের তকমা দিতে চাইছে না। সঞ্জয় বলছেন, 'আমরা জোর করে কাউকে বলতে চাই না যে, অমিতাভ বচ্চনকে ভগবান জ্ঞানে শ্রদ্ধা করো। ভক্তি-শ্রদ্ধা তো অন্তরের বিষয়। আমরা তাই প্রকাশ্যে এই প্রতিষ্ঠানকে অমিতাভ মিউজিয়াম বলতেই ভালোবাসি। আমাদের কাছে যদিও এটি মন্দিরই।"
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪