ভক্তদের ধূমপান ও অ্যালকোহল সেবন ছাড়তে অনুরোধ জানিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমা জগতের তারকা অভিনেতা রজনীকান্ত।
রজনীকান্ত বলেন, 'আমার ভক্তরা কখনো সিগারেট ও অ্যালকোহল সেবন করবেন না। প্লিজ আপনার পরিবার ও সন্তানদের যত্ন নিন। ড্রিংকিং ও ধূমপান ছেড়ে দিন।
এ তারকা অভিনেতা আরও বলেন, অনেক সম্পদশালী ব্যক্তি ও ব্যবসায়ী অ্যালকোহলের প্রতি আসক্তির কারণে বিশাল সাম্রাজ্য হারিয়েছেন। এটি শুধু শারীরিক ক্ষতি করে এমন নয়, এর ফলে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন আপনি। এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দক্ষতাকে ধ্বংস করে দেয়। জীবনের কঠিন সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তেও এটি আপনাকে ভুল পথে পরিচালিত করবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজনীতিতে প্রবেশের ইচ্ছাও প্রকাশ করেছেন এ অভিনেতা। প্রায় ৮ বছর পর ভক্তদের সঙ্গে দেখা করলেন প্রিয় 'থালাইভা'। চেন্নাইতে আয়োজিত এক সভায় নিজের নির্বাচিত ভক্ত গোষ্ঠীর সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই রাজনীতিতে রজনীকান্তের যোগ দেওয়ার প্রসঙ্গটি ওঠে।
তার ভক্তদের করতালি আর প্রবল উন্মাদনার মধ্যেই এই সভাতে, রাজনীতি প্রসঙ্গে রজনীকান্ত বলেন, 'যদি আমি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে ভাবিও , তাহলেও খারাপ লোকজনকে আমার সঙ্গে নেব না। তাদের দূরে রাখব।' আর সুপারস্টারের এই কথাতেই তার রাজনীতিতে পদার্পন নিয়ে শুরু হয় জল্পনা।
সূত্র: ডিএনএ
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৭/ ই জাহান