জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো এক ডিশ দুই কুকের শেষ পর্ব আগামীকাল বৃহস্পতিবার প্রচারিত হবে। আর এই শেষ পর্বটি দর্শকের জন্য সাজানো হয়েছে বিশেষ চমক দিয়ে। প্রচারিত সবকটি পর্বেই সাফল্যের সাথেই নাবিলা সারপ্রাইজ পার্টির আয়োজন করতে পারলেও, শেষ পর্বে ঘটে এর ব্যতিক্রম।
প্রথমে মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। কিন্তু অজানা কারণে শ্যুটিং স্পটে আর ফিরে আসেনি পিয়া। এরপর তড়িঘড়ি করে অভিনেত্রী সারিকাকে নিয়ে শুরু হয় নতুন পর্বের শ্যুটিং। বেশ ভালোভাবেই এগোতে থাকে অনুষ্ঠানের সব আয়োজন। এ পর্যায়ে এর সাথে যুক্ত হয় মডেল অভিনেত্রী সাফা কবীর। কিন্তু এবারও শ্যুটিং-এর মাঝ পর্যায়ে ঘটে আরেক বিপত্তি।
এসব বাধা বিপত্তি আর উটকো ঝামেলাগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনেও রয়েছে কোন ষড়যন্ত্র? শেষ পর্যন্ত কি নাবিলা সফল হতে পেরেছিল সারপ্রাইজ দিতে, নাকি ঘটেছিল অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা? শেষ পর্যন্ত কাকে নিয়ে তৈরি হয়েছিল শেষ পর্বটি?
এসব প্রশ্নের উত্তর জানতে আর অনিশ্চিত সব ঘটনার মুখোমুখি হতে দেখুন কোকা-কোলা নিবেদিত এক ডিশ দুই কুকের শেষ পর্ব। একুশে টিভিতে বৃহ্স্পতিবার রাত ১০টায় পর্বটি প্রচারিত হবে।
বিডি প্রতিদিন/১৭ মে, ২০১৭/ফারজানা