প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। একটি আন্তর্জাতিক কসমেটিকস ব্রান্ডের শুভেচ্ছাদূত হিসেবে চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন তিনি। এর আগে একই ব্রান্ডের হয়ে কানের রেড কার্পেটে হেঁটেছেন বলিউড তারকা সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই। এবারে রেড কার্পেটে অভিষেক হচ্ছে দীপিকার।
আজ থেকে কান উৎসব শুরু হচ্ছে। রেড কার্পেটে দীপিকাকে কেমন দেখতে লাগবে, কোন ডিজাইনারের পোশাক তিনি পরবেন তা নিয়ে জল্পনার শেষ নেই।
রেড কার্পেটে হাঁটার আগেই কান শহরে ফটোশ্যুটে অংশ নেয়া শুরু করেছেন দীপিকা।
ব্রান্ড সংক্রান্ত সংবাদ সম্মেলনে যোগ দেয়ার আগেও ছবি তুলেছেন। উৎসবে যোগ দিতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত দীপিকা। কান শহরে তোলা দীপিকার ছবিগুলো অন্তত তাই বলে।
বিডি প্রতিদিন/১৭ মে, ২০১৭/ফারজানা