নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক আয়োজন অ্যাপোলো হসপিটালস স্বাস্থ্য সংলাপের এবারের বিষয় 'রমজানে স্বাস্থ্য কুশল'। শামছুল হক রাসেলের প্রযোজনা ও ডা. তানিয়া আলমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। ইতোমধ্যে নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতি শুক্রবার সকাল ১১টায় শুরু হয় ঘণ্টাব্যাপী এ আয়োজন।
রমজানে খাদ্যাভাসে ব্যাপক পরিবর্তন ঘটে। এসময় খাবার-ওষুধ গ্রহণে সচেতনতার অভাবে অনেক রোগী সমস্যায় পড়েন। বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে এ বিষয়গুলো নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্ব রয়েছে এতে।
স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানটি তিনটি ভাগে সজ্জিত থাকে। প্রথম অংশে বিষয়ভিত্তিক সমস্যার ওপর আলোকপাত, দ্বিতীয় অংশে টেলিফোনে দর্শকদের সমস্যার উত্তর প্রদান এবং শেষ অংশে নির্ধারিত বিষয়ের ওপর সমস্যার সারাংশ প্রদান।
বিডি প্রতিদিন/১৭ মে, ২০১৭/ফারজানা