বিপণন বাজার দখল করার পর এবার বিনোদন জগতেও একেবারে ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন যোগগুরু রামদেব। জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে ৮’-এ অতিথি বিচারকের ভূমিকায় দেখা যাবে রামদেবকে।
খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু ছবিতে নানা ভূমিকায় দেখা গেল যোগগুরুকে। ‘নাচ বলিয়ে ৮’-এর একটি পর্বের শ্যুটিংয়ে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতার সঙ্গে সঙ্গে যোগাসনের প্রশিক্ষণও দিতে দেখা গেল তাকে।
জানা গেছে, রামদেবের সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি লেগে যায় ‘নাচ বলিয়ে ৮’-এ অংশগ্রহণকারী সেলিব্রিটিদের মধ্যে। নৃত্য প্রতিযোগিতার আসরে নতুন ভূমিকায় বাবা রামদেবকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। যদিও রিয়ালিটি শো-এর এই পর্বটি কবে সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/ই জাহান