ভারতের রাজ কলিজিয়েট স্কুলের ছাত্ররা স্কুলের দেয়ালে সিনেমার পোস্টার লাগানোর প্রতিবাদে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে। বর্ধমান জেলা পরিষদের অধীনে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিয়মিতই চলচ্চিত্র প্রদর্শিত হয়। সম্প্রতি পোস্ত এবং বাহুবলী নামে দুটি ছবি প্রদর্শিত হচ্ছে সংস্কৃতি লোকমঞ্চে। তারই পোষ্টার দেওয়া হয়েছে স্কুলের দেয়ালে।
রাজ স্কুলের ছাত্রদের অভিযোগ, কঠোরভাবে স্কুলের দেওয়ালে পোস্টার দেওয়া নিষেধ বলে উল্লেখও রয়েছে। কিন্তু তাকে তোয়াক্কা না করেই সিনেমার এই ছবির পোষ্টার দেওয়া হয়েছে। এদিন স্কুলের ছাত্রদের একটি প্রতিনিধি দল বর্ধমান জেলা পরিষদের কাছে লিখিতভাবে অভিযোগও দায়ের করেছে।
এ ব্যাপারে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা এই পোস্টার দিয়েছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ছাত্রদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার