নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দুইটি ছবি এ বছরে বিশ্বের জনপ্রিয় চলচ্চিত্র উৎসব কানে 'পাম ডি অর' এ সেরার লড়াইয়ে সামিল হয়েছে। কিন্তু আগামী বছর থেকে এ সুবিধা আর থাকছে না। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অবশ্যই ছবি বড় পর্দায় দেখাতে হবে। কান চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক পেদ্রো আলমোদোভার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন।
এবারের কান উৎসবে মোট ১৯টি ছবি মূল পুরস্কারের জন্য লড়ছে। নেটফ্লিক্সে ছবি দুইটি হলো 'ওকজা' ও ' দ্য মেয়েরোভিজ স্টোরিজ'। বিচারক উইল স্মিথ, জেসিকা চ্যাস্টেইন, পাওলো সোরেনতিনো এর মধ্য থেকে সেরা ছবিটি বেছে নেবেন।
গতকাল বুধবার কানের উদ্বোধনী সংবাদ সম্মেলনে বিচারকদের প্রধান আলমোদোভার বলেন, যেসব ছবি বড় পর্দায় মুক্তি পাবে না সেগুলোকে পুরস্কারের জন্য বিবেচনায় নেয়াই উচিত নয়। তার মানে এই নয় যে আমি নতুন প্রযুক্তির সব সম্ভাবনাকেই উড়িয়ে দিতে চাই। কিন্তু যতদিন আমি জীবিত আছি এই অবস্থানে আমি অটুট থাকবো। বড় পর্দায় সিনেমা দেখার মধ্যে যে একটা সম্মোহনী শক্তি আছে নতুন প্রজন্ম সেটা জানে না।
এ বছরে কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে অভিষেক হয়েছে হলিউড তারকা উইল স্মিথের। কিন্তু শুরুতেই প্রধান বিচারকের সঙ্গেই ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন তিনি। নেটফ্লিক্স নিয়ে উইল স্মিথের অবস্থান আলমোদোভারের ঠিক উল্টো। তার মতে, বড় পর্দায় ছবি মুক্তি পাওয়ার অবশ্যই ইতিবাচক দিক রয়েছে। কিন্তু নেটফ্লিক্সের গুরুত্বও অস্বীকার করার উপায় নেই। নেটফ্লিক্স বিশ্বের বিরল সব ছবি দেখার সুযোগ করে দিচ্ছে। বড় পর্দার মতো নেটফ্লিক্সে ছবি দেখাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
(বিবিসি অবলম্বনে ফারজানা)
বিডি প্রতিদিন/১৮ মে, ২০১৭