ক্যারিয়ারে এখন সাফল্যের তুঙ্গে রয়েছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডের নিজের জায়গাটা বেশ পাকা করে নিচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় করছেন বড় মাপের হলিউড তারকাদের সঙ্গে। সবসময় পাশে পেয়েছেন মা মধু চোপড়াকে। সম্প্রতি মেয়ের বিয়ের প্রসঙ্গে দারুণ মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়ার মা।
সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন যে, তিনি এই মুহূর্তে বিয়ে নিয়ে কিছুই ভাবছেন না। শুধু তিনিই নন, তার মাও মেয়ের বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো করছেন না। কিন্তু কেন এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়ার মা বললেন, ‘যদি প্রিয়াঙ্কা কারও মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়, তাহলে অবশ্যই আমি চাইব যে ও বিয়ে করুন। তাছাড়া নয়। ও অনেক পরিশ্রম করে বড় হয়েছে। আজ ও নিজে যা হতে পেরেছে, তা শুধুমাত্র ওর পরিশ্রমের জন্য।’
মধু চোপড়া আরও বলেন, ‘আমি এটা চাই না যে, ও শুধুমাত্র এই কারণে বিয়ে করুন যে ওর মা চাইছে বা মায়ের ইচ্ছেপূরণ করতে। আর এটা আমার প্রত্যেক কেরিয়ার কেন্দ্রীক মেয়েদের পরামর্শ। নিজের ইচ্ছে হলে তবেই বিয়ে করা উচিত্। অন্য কারও ইচ্ছেপূরণ করতে নয়।’
বিডি-প্রতিদিন/ ৮ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩