‘ককটেল’ ছবিতে মিরা অর্থাৎ ডিয়ানা কে প্রায় সকলেরই মনে আছে। পাশাপাশি ‘হ্যাপি ভাগ জায়েগি’ ছবিতে হারপ্রিত কাউর সকলের মন জয় করেছিলো। এবার তাকে দেখা যাবে সেনা অফিসারের ভূমিকায়। তার আসন্ন ছবি ‘পরমাণু’-এর নতুন লুক টুইটারে শেয়ার করার পরই ভক্তরা তাকে নানা ভাবে অভিনন্দন জানিয়েছেন।
ডিয়ানার এই নয়া লুকে তাকে পুরোপুরি একজন সেনা অফিসার হিসেবেই সাজানো হয়েছে। হেয়ার স্টাইল সাথে মেক আপ সব কিছুর মধ্যই রয়েছে স্বচ্ছতা। ডিয়ানা কে আগে যেমন লুকে দেখা গেছে তার থেকে বেড়িয়ে একেবারে আলাদা ধাঁচে সাজানো হয়েছে।
এই নতুন লুক শেয়ার করার সাথে তিনি এটাও জানিয়েছেন তিনি এই ছবিটি নিয়ে ভীষণই এক্সাইটেড। ছবিটি পরিচালনা করছেন অভিষেক শর্মা। ছবিতে ডিয়ানার পাশাপাশি জন আব্রাহাম কেও একজন সেনা অফিসার হিসেবে পাওয়া যাবে। আগামী 8 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০