কপিল দেবের চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে। এমন কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। এতদিনে বিষয়টা নিশ্চিত হওয়া গেছে। তবে এটা ঠিক কপিলের বায়োপিক হচ্ছে না।
কবীর খান তার পরবর্তী ছবির বিষয় ক্রিকেট ভেবেছেন। ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ঘটনাকে ভিত্তি করে। সেখানে কপিল দেবের চরিত্র করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে রণবীর সিংকে। অভিনেতাও নাকি খুব উৎসাহী এই চরিত্র নিয়ে। রণবীর এমনিতে খেলাধুলোর ব্যাপারে উৎসাহী। ক্রিকেট তো বটেই। আর ক্রিকেট নিয়ে ছবি করলে যে বক্স অফিসে মার নেই, সেটা ধোনি এবং শচীনের বায়োপিকই বলে দিচ্ছে।
এদিকে কবীরের আরও একটি ছবি করার কথা সালমান খানকে নিয়ে। এখন কোন ছবি তিনি আগে করবেন, সেটা স্থির হয়নি। রণবীরও অন্যান্য ছবির কাজে ব্যস্ত। ‘পদ্মাবতী’ তো আছেই, ‘যশ রাজ ফিল্মস’-এর ছবিসহ একাধিক প্রজেক্ট রয়েছে রণবীরের হাতে। কপিলের ছবির প্রযোজনায় রয়েছে অনুরাগ কাশ্যপের সংস্থা ‘ফ্যান্টম’।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/তাফসীর