বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক ‘রঙিন পাতা’ অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও সাংবাদিক নাইস নূর। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।
কাজের বাইরেও শিল্পী ও সাংবাদিকের মধ্যে সম্পর্ক অনেক আন্তরিক হয়। এই বিষয়গুলো ‘রঙিন পাতা’ অনুষ্ঠানে একজন বিনোদন সাংবাদিক ও একজন তারকা শিল্পীকে অতিথি করে তুলে ধরা হয়। এছাড়া মিডিয়ার কাজের অনেক বিষয় নিয়ে আলাপ করেন অতিথিরা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে মম বলেন, ‘অনুষ্ঠানটির আয়োজন অনেক চমৎকার। আমার ছোটবোনের মতো নাইস। দীর্ঘদিন ধরে আমাদের পরিচয়। ওর সাথে কথা বলে সবসময় কমফোর্ট ফিল করি। কাজের জায়গাতেও আমাদের বোঝাপড়া খুব ভালো।
অনুষ্ঠানটি আগামীকাল রবিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৭/এনায়েত করিম