অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ‘রাজ; দ্যা নিউ সুলতান’ ছবির মহরত। সেই মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আহাসানুল হক ইনু।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
সিনেমাটি পরিচালনা করেছেন সালমান বিন আকরাম চৌধুরী। প্রযোজক প্রতিষ্ঠান সান সাইন ফিল্মস।
মহরত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, ‘আগের তুলনায় বাংলাদেশে এখন অনেক ভালো ছবি তৈরি হচ্ছে। এখন মানুষ হলে গিয়ে ছবি দেখছে। ছবির মান ভালো হওয়ায় বর্তমানে বাংলাদেশি ছবি দেখতে মানুষের আগ্রহ বাড়ছে।’
গল্পে দেখা যাবে, সুলতান একজন অশিক্ষিত মাতাল গুণ্ডা। সে মীরাকে প্রথম দেখায়ই ভালোবেসে ফেলে। কিন্তু মীরা কিছুতেই মুর্খ সুলতানকে পাত্তা দেয় না। মীরা চায় একজন ভদ্র মানুষকে ভালোবাসতে। সুলতান মীরার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ভদ্র মানুষে রূপান্তরিত করে। আর মীরার ভালোবাসাও জয় করে।
মহরতে আরও উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক সালমান বিন আকরাম চৌধুরী,আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন দিল, বাপ্পী, জলী, ডি জে সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৭/ তাফসীর