নিজের বাড়ি জুহুর বাংলো ‘কৃষ্ণা রাম’এর কাছেই একটা কনস্ট্রাকশন নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। এ নিয়ে নোটিশও পাঠিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
জানা গেছে, কর্পোরেশনের প্রতিনিধিরা সরেজমিন তদন্ত করতে রানির বাড়িতে গেলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তাই এবার পুলিশ নিয়ে রানির বাড়ি যাওয়ার ঘোষণা দিল কর্পোরেশন।
অবশ্য রানির পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। তিনি জানিয়েছেন, নির্মাণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট ২০১৪ সালেই নিয়ে নেওয়া হয়েছিল। প্রতি বছর সেটাকে ভ্যালিডেটও করানো হয়। আর বিএমসি’র তরফে যে নোটিস পাঠানো হয়েছিল, পরের দিনই তার জবাব দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান