সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের পুত্র তৈমুর আলি খান। জন্মের পরপরই সেলিব্রিটি বনে যাওয়া তৈমুর এতোদিন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছিলেন। এবার বাবা-মায়ের হাত ধরে বড়পর্দায়ও তার অভিষেক হতে চলেছে।
শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ছোট্ট আব্রামকে দেখা গিয়েছিল একটি দৃশ্যে। সেরকমই মা কারিনা কাপুর খানের সঙ্গে ‘বীরা দি ওয়েডিং’ ছবিতে একটি ক্যামিও রোলে দেখা যাবে বি-টাউনের এই খুদে তারকাকে।
যদিও কারিনার মুখপত্র এ খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এমনকী ‘বীরা দি ওয়েডিং’ ছবির পক্ষ থেকেও এই খবর অস্বীকার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/মাহবুব