গানের ক্ষেত্রে আমরা সাধারণত শিল্পীদেরকেই চিনে থাকি কেননা তারা পর্দার সামনে থেকে কাজ করেন কিন্তু পর্দার পেছন থেকে যারা এই গানটি রচনায় মুখ্য ভূমিকা পালন করে থাকেন তারাই হচ্ছেন গীতিকার। এমদাদ সুমন তাদেরই একজন, যার গানের কথায় দেশ বিদেশে অধিকাংশ জনপ্রিয় শিল্পীরাই গান করেছেন। তা-ছাড়াও তিনি শুধু গীতিকবি নন পাশা পাশি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক এর স্বত্বাধিকারীও। আজ শুনব তার এই গানের ভুবনে পথ চলার গল্প।
প্রশ্ন: গানের ভুবনে পথ চলার শুরুটা কবে থেকে?
উত্তর: সেটা ২০০৪ সালে থেকে।
প্রশ্ন: প্রথম গান কোনটি ?
উত্তর: আমার প্রযোজিত মুভি 'এইতো ভালোবাসা’র' বলোনা ভালোবাসি গানটি। গেয়েছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও কনা।
প্রশ্ন: কতগুলো গান লিখেছেন ?
উত্তর: তিন শাতধিকের ও বেশি, প্রকাশিত হয়েছে ২০০ এর কাছাকাছি।
প্রশ্ন: সিডি চয়েস মিউজিক এর স্বত্বাধিকারী হয়েও এত ব্যস্ততার মাঝে গান লিখার সময় বের করেন কিভাবে ?
উত্তর: গান আমার নেশা ও পেশা, এটা রক্তের সাথে মিশে আছে সেই ভালো লাগার জায়গা থেকে গানের কথা গুলো ভেতর থেকে বেরিয়ে আসে। এটার জন্য আলদা ভাবে সময় বের করার প্রয়োজন হয় না তবে হ্যা যেখানে যে অবস্থাতেই থাকি না কেনো সর্বদা গানের কথা নিয়েই বিভোর হয়ে থাকি।
প্রশ্ন: কোন কোন শিল্পী আপনার কথায় গান করেছেন ?
উত্তর: কলকাতার আকাশ সেন, এদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, নাসির, আরফিন রুমি, ইমরান, তৌসিফ, রাকিব মুসাব্বির, কাজী শুভ, বেলাল খান, অনিক সাহান, শহিদ, ক্লোজআপ তারকা রাজীব, ইলিয়াস হোসাইন, রাজীব হোসাইন, মিলন, তানভীর শাহিন, সাগর, অয়ন চাকলাদার, জুয়ের মুর্শেদ, ফিদেল, আরিয়ান, কনা, পুজা, নওমি, স্বরলিপি, সাবা, ফারাবী, খেয়া, হেমা, নওরীন, কনিকা, আনিকা, আর্নিক, এ ছাড়াও কিছু কাজ চলমান অবস্থায় আছে যাদের মধ্যে সবাই তারকা শিল্পী।
প্রশ্ন: আপনার লেখা উল্লেখযোগ্য গান কি কি ?
উত্তর: আরফিন রুমি ও খেয়ার “মন মানে না”, ভালোবাসার পরশ” তৌসিফের আমারে ছাড়িয়া, সুখ পাখি, অচিন পাখি, স্বপ্নবাড়ী, ইমরানের হৃদয়ের সীমানা, ইলিযাসের “আমার ভিতর” ও ”মন মানে না”, সাফায়াতের “ওরে নীল দরিয়া”, মিলনের এ কুল উকুল, জানে জিগার, বেলাল খানের সখি, কুমার বিশ্বজিৎ এর “বলোনা ভালোবাসি”
প্রশ্ন: গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
উত্তর: আমি মূলত নতুন প্রতিভাবান শিল্পীদের নিয়েই কাজ করে বেশি সাচ্ছন্দবোধ করি, তাই এ দেশের আনাচে কানাচে যত প্রতিভাবান শিল্পীরা আছে তাদের জন্য সিডি চয়েস মিউজিক একটি বিশাল প্লাটর্ফম। যেখানে থেকে তারা তাদের নিজেদের ক্যারিয়া গড়ে নিতে পারবে। আর এধরনের প্রতিভাবান শিল্পীদের মাঠ পর্য়ায় থেকে তুলে আনার জন্য সিডি চয়েস মিউজিক অচিরেই রিয়েলিটি শো আয়োজন করবে।
বিডিপ্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান/শ্রাবণ