শিমুল খান অভিনয় করতে যাচ্ছেন নতুন ছবিতে ছবির নাম ‘ভবঘুরে’। আর এই ছবিটি নির্মাণ করবেন ‘লাল টিপ’ ও ‘পরবাসিনী খ্যাত পরিচালক স্বপন আহমেদ।
তিনি বলেন, ‘এটি রোমান্টিক-থ্রিলার গল্পকে উপজীব্য করে গড়ে ওঠা সমকালীন ভালোবাসার গল্প। এ মুহূর্তে সারা পৃথিবী অনিরাপদ অবস্থায় চলে গেছে| যেকোন সময়ে আপনার জীবনেও যেকোন দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের সতর্ক হতে হবে। এ রকম একটা ম্যাসেজ নিয়েই ছবিটি নির্মিত হতে যাচ্ছে ছবিটি। আর বাংলাদেশের প্রযোজনা পক্ষের পাশাপাশি ছবিটি সহ প্রযোজনা করবে ফ্রান্সের প্রযোজনা প্রতিষ্ঠান কে কে ফিল্মস।
এই প্রসঙ্গে নির্মাতা স্বপন আহমেদ বলেন, ফ্রান্স সরকার আন্তর্জাতিকভাবে অনেক ফান্ডিং করে থাকে তবে এটা সে রকম না।আমি ওই দেশের নাগরিক ও ফ্রেঞ্চ চিত্র পরিচালক সমিতির একজন সম্মানিত সদস্য হিসেবে অর্থায়ন পাচ্ছি।
এদিকে নতুন এই ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিমুল খান বলেন, আমি মূলত বড় পর্দায় খলনায়ক হিসেবে নিয়মিত হাজির হলেও আবারো পুনরার ইতিবাচক চরিত্রে কাজ করতে যাচ্ছি। এই ছবিতে আমি পেশায় একজন ইয়াং ব্যারিস্টার। আমি সত্যিই স্বপন ভাইয়ের পরিচালনায় আমার অভিনীত এই নতুন ছবিটি নিয়ে অত্যন্ত আশাবাদী। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন।
আগামী ২৫ সেপ্টেম্বর ‘ভবঘুরে’ ছবির শুটিং শুরু হবে। ছবিটির পুরো দৃশ্যের শুটিং হবে ফ্রান্স ও সুইজারল্যান্ডে। এখন পর্যন্ত ছবিটিতে নায়ক হিসেবে দেশা-দ্যা লিডার খ্যাত শিপনের পাশাপাশি অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্রে শিমুল খানকে চূড়ান্ত করা হয়েছে এবং ছবির নায়িকা নির্বাচন আগামী কয়েকদিনের ভেতরেই চূড়ান্ত হবে।
বিডি প্রতিদিন/ ২৯ আগস্ট, ২০১৭/ তাফসীর