'রাজকাহিনি'র পর কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির আরেকটি ছবিতে দেখা যাবে জয়া আহসানকে। ছবির নাম 'ভাওয়াল রাজা'। বিখ্যাত ভাওয়াল রাজা রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়কে নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে।
ছবিতে ভাওয়াল রাজার মৃত্যু, ফিরে আসা এবং বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলা প্রসঙ্গ থাকবে। রাজার চরিত্র করবেন যীশু সেনগুপ্ত। রাজার বোনের চরিত্র করবেন জয়া।
জয়া আহসান জানান, ভাওয়াল রাজার জীবন ছিল রঙিন। বিশেষ এক রোগে ভুগে তার মৃত্যু হয় এবং সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর একজন দাবি করেন তিনিই রাজা। সম্পত্তি নিয়ে লড়াই শুরু হয়। মামলা চলে ১৬ বছর।
সৃজিত বলেন, জয়া দুই বাংলার সেরা তিনজন অভিনেত্রীর মধ্যে একজন। আমি জয়ার অভিনয়ের ভক্ত। চাই সব সময় চ্যালেঞ্জিং চরিত্র করুক। সে কারণেই এই ছবিতে জয়াকে নেয়ার কথা ভাবলাম।
ভাওয়ালের রাজত্ব যে অংশজুড়ে ছিল, সেখানে ছবির শ্যুটিং করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা সৃজিত।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৭/ফারজানা