বলিউড অভিনেতা শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা। তাকে নিয়ে বলিউড প্রেমীদের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি গোসলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সুহানা। শিরোনামে সুহানা লিখেছেন, 'ইউ আর মাই সানসাইন, মাই অনলি সানসাইন।'
এরইমধ্যে ছবিটি ভাইরাল হয়ে গেছে। সুহানার ওই ইনস্টাগ্রাম পোস্টে মাত্র ছয় দিনেই লাইক পড়েছে সাড়ে ১৪ হাজারের বেশি। বেশিরভাগই সুহানার সৌন্দর্য্যের প্রশংসা করছেন।
গুঞ্জন শুরু হয়েছে, হয়তো দ্রুতই বলিউডে পা রাখতে যাচ্ছেন কিং খানের কন্যা। এই ছবি নিয়ে কেউ কেউ বলিউডের অন্য নায়িকার সাথে সুহানার তুলনাও শুরু করে দিয়েছেন।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৭/ফারজানা