সারা বিশ্বই সেলফি ম্যানিয়ায় ভুগছে। তবে সম্প্রতি এক সমীক্ষায় জানা যায়, সেলফি মৃত্যুতে শীর্ষে রয়েছে ভারতই। আর এ কারণেই সেলফি তোলার সময় সবাইকে সতর্ক থাকতে বললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
আজকাল সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে না পারলে যেনো সমাজে পিছিয়ে পড়তে হবে! স্মার্টোফোন ও নিজেকে নিয়ে মত্ত আজকের প্রজন্মই বেশি আক্রান্ত সেলফি-জ্বরে। স্মার্টফোনে তাদের সেলফি তোলা এখন রোজকার রুটিনের মধ্যেই পড়ে। আর এ সেলফি ম্যানিয়া কেড়ে নিচ্ছে বহু প্রাণ।
সেলফি তোলা প্রসঙ্গে বিগ বি আরও বলেছেন, সেলফি তোলার সময় বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়েন। ফলে, তাদের উচিত সেলফি তোলার সময় সতর্ক থাকা। যেখানেই যাই না কেন, ১০-১২টা ছবি তুলি। তা সত্ত্বেও, মনে হয়, আরেকটি সেলফি তোলা দরকার। বর্তমানে যশরাজ ফিল্মস প্রযোজিক ‘থাগস অব হিন্দুস্তান’-এর দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন।
বিডি প্রতিদিন/এ মজুমদার