বিগ বস সিজন ৪-এর পর্দায় আলোড়ন তুলেছিলেন আঞ্চল কুমার। তখন অনেকের মনেই দাগ কেটেছিলেন তিনি। সেই মডেল-অভিনেত্রী আঞ্চল কুমার এখন সন্তানসম্ভবা।
২০১৩ সালে ব্যবসায়ী অনুপম মিত্তলের সঙ্গে বিয়ে হয় আঞ্চলের। প্রথম সন্তানের অপেক্ষায় এখন দিন গুনছেন এই দম্পতি। এর আগে আলিয়া ভাটের ভাই রাহুল ভাটের সঙ্গে আঞ্চলের সম্পর্কের গসিপ ভেসে বেড়াত ইন্ডাস্ট্রিতে। যদিও সে সম্পর্ক স্থায়ী হয়নি।
সম্প্রতি মুম্বাইতে আঞ্চলের বেবি শাওয়ারে হাজির ছিলেন কাঞ্চি কাউল, অদিতি গোভিত্রিকারের মতো ছোট পর্দার তারকারা। আপাতত ক্যারিয়ারে ব্রেক নিয়েছেন এই মডেল। পোস্ট প্রেগন্যান্সি ফের কাজে ফিরবেন।
তবে মডেলিংয়ের থেকেও আপাতত অভিনয়কেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। সন্তানের জন্ম দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব এখন কাজে ফিরছেন অভিনেত্রীরা। কারিনা কাপুর খান সম্প্রতি নতুন করে এই ট্রেন্ড শুরু করেছেন। সেই পথেই হাঁটতে চান আঞ্চলও।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর