ঢাকা অ্যাটাক ছবিটি এখনো দাপটের সঙ্গে ব্যবসা করে চলেছে। মুক্তির তিন দিনেই ছবিটি আয় করেছে আট কোটি টাকা। এরইমধ্যে ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা এসেছে। নির্মাতা দীপঙ্কর দীপন নিজেই জানিয়েছেন এ খবর।
তিনি বলেন, 'ঢাকা অ্যাটাক-২' এর জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে সেটা 'ঢাকা অ্যাটাক' এর মতো দীর্ঘ সময় লাগবে না। 'ঢাকা অ্যাটাক' ছবিতে যারা ছিল তারাই সিক্যুয়েলে থাকবে। আর নতুন কিছু সংযোজন হতে পারে। আশা করব 'ঢাকা অ্যাটাক-২' ও দর্শকদের থেকে অনেক সাড়া পাবে।
'ঢাকা অ্যাটাক' ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, আফজাল হোসেন, অভিনেত্রী নওশাবা, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ ও তাসকিন রহমান। সানী সানোয়ারের মূল ভাবনা ও কাহিনী রচনায় 'ঢাকা অ্যাটাক' ছবিটির পরিবেশনা সংস্থা টাইগার মিডিয়া।৬ অক্টোবর মুক্তি পাওয়া এ ছবিটি প্রযোজনা করেছে থ্রি-হুইলারস লিমিটেড, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা