আগামী ৩ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘থর’-এর তৃতীয় কিস্তি ‘থর : রাগনারক’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।
তাইকা ওয়াইতিতির পরিচালনায় এ ছবিতে যথারীতি থরের ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। আরও রয়েছেন কেট ব্লানচেট, টম হিডলস্টোন, ইদ্রিস এ্যালবা, মার্ক রাফালো, অ্যান্থনি হপকিন্স প্রমুখ।
এদিকে, নতুন সিকুয়্যালে এবার যুক্ত হয়েছেন আরেক সুপার হিরো হাল্ক। তবে, ‘থর : রাগনারক’ এ দেখা যাবে না থরের ভালবাসা জেনি ফস্টার ভূমিকায় গত দুই সিকুয়্যালে অভিনয় করা নাটালি পোর্টম্যানকে।
উল্লেখ্য ২০১১ সালে প্রথম মুক্তি পেয়েছিল মার্ভেল কমিকসের ছবি ‘থর’। প্রথম দফাতেই দর্শকের মন জিতে নিয়েছিল ছবিটি। ডলারের বর্ষণ ঘটানো সিরিজের প্রথম ছবি থর আয় করেছিল প্রায় ৪৫ কোটি ডলার। সিরিজের দ্বিতীয় ছবি মুক্তির চার দিনের মধ্যেই আয় করে ৩০ কোটি ডলারেরও বেশি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর