বিতর্কের শেষ ছিল না ছবিটিকে ঘিরে৷ অবশেষে ২৫ জানুয়ারি পদ্মাবত মুক্তি পেয়েছে৷ তার আগে থেকেই অবশ্য দর্শকদের মুখে মুখে ফিরছে এই ছবির ঘুমর গানটি৷
তবে এবার বরফের ওপর ঘুমর গানের ওপর নাচ করে তাক লাগালেন আইসস্কেটিং শিল্পী ময়ূরী ভান্ডারি৷ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও৷ ১৭০০০'র বেশি দর্শক দেখে ফেলেছেন এই নাচ৷ নাচটি করে গর্ব বোধ করছেন তিনি, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ময়ূরী৷
এর আগে, ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে এনবিএ বা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের একটি খেলার ফাঁকে দেখা যায় মাঠে ‘ঘুমর’ গানের সঙ্গে নাচছেন একঝাঁক মার্কিন নৃত্যশিল্পী। গ্যালারিতে বসা দর্শকও বলিউডি গানের তালে মার্কিন শিল্পীদের নাচ ভালোই উপভোগ করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর