দর্শকদের মন জিতে নিয়েছেন আলাউদ্দিন খলজির ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর। তবে এরই মধ্যে নতুন করে ভাইরাল হয়েছে রণবীরের 'খলবলি' নাচের ভিডিও। অবশ্য অন্য কারণে।
রণবীরের এই নাচের সাথে এই গানের ভিডিও আগেই সুপারহিট হয়েছে।
তবে এবার নবরূপে দেখা যাচ্ছে রণবীরকে। কখনও 'গ্যাংনাম স্টাইল' গানের সাথে কখনও 'টুনির মা' গানের সাথে চালানো হয়েছে রণবীরের নাচ। কেউ আবার শাকিরার 'হিপ্স ডোন্ট লাই' কখনও আবার ব্যবহার করা হচ্ছে 'নাক্কামুকা' কিংবা রিকি মার্টিনের 'ওলে ওলে'র মতো গানও। সব মিলিয়ে এই ভিডিওগুলো এখন ভাইরাল।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত