সিরিজটাই বিখ্যাত টানটান রহস্য আর তার থেকে জন্ম নেওয়া উত্তেজনার জন্য। সাথে রয়েছে যথেষ্ট হইচই ফেলে দেওয়ার মতো নায়ক-নায়িকার নিবিড় রসায়নের চিত্রায়ণ। সব মিলিয়ে 'রেস' সিরিজের কোনো ছবিই দর্শককে হতাশ করেনি।
কিন্তু এবার যেন প্রাপ্তির মাত্রাটা কিছু বেশিই! কেন না, একে তো সিরিজের তিন নম্বর ছবি, তাও সেখানে সইফ আলি খানের ভূমিকাটায় অভিনয় করছেন সালমান খান, তার সাথে আবার যোগ হয়েছে জ্যাকুলিন ফার্নান্ডেজের উপস্থিতি।
মানেটা বোঝার জন্য একটু অতীতে চোখ না রাখলেই নয়। ঠিক বছর চারেক আগে যখন মুক্তি পেয়েছিল 'কিক', তখন সবাই চমকে উঠেছিলেন সেই ছবিতে জ্যাকুলিন আর সালমানের নিবিড় রসায়নে। শুধু তাই নয়, পাশাপাশি তাদের সেই রসায়ন আরও বেশি জনপ্রিয় করে তুলেছিল 'জুম্মে কি রাত' গানটাকেও, যা সাথে রেখে এখনও গানটা হিট চার্টবার্স্টারে নিজের জায়গা পোক্ত করে রেখে দিয়েছে।
এবার কি সেই রসায়ন কিছু বেশিই উগ্র মাত্রায় ধরা দিতে চলল 'রেস-৩' ছবিতে?
ছবির প্রথম ঝলক তো অন্তত সেই দিকেই আঙুল তুলছে। সম্প্রতি যে ছবি টুইটারে শেয়ার করেছেন পরিচালক রেমো ডিসুজা।
জ্যাকুলিন আর সালমান সদ্য ছবিটির মুম্বাইয়ের শুটিংয়ের অংশটুকু শেষ করেছেন, এবার শুটিং শুরু হবে বিদেশে। স্বাভাবিক! প্রথম ছবি থেকেই বিদেশের নিসর্গ এই সিরিজের একটা বড় অংশ জুড়ে থাকে যে!
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত